সারাদেশের মতো সৈয়দপুরেও সরকার পতনের একদফা দাবিতে বিএনপি- জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
রবিবার সকাল ৬ টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত ওই কর্মসূচি আহবান করে বিএনপি -জামায়াতসহ সরকার বিরোধী আন্দোলনে থাকা দলগুলো। ৪৮ ঘন্টা হরতাল চলাকালে সৈয়দপুরের রাজপথে বিএনপি-জামায়াতের কোন তৎপরতা দেখা যায়নি। ২৪ দিন থেকে তালাবদ্ধ বিএনপি কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ছিল সতর্ক অবস্থান। হরতালে সড়ক মহাসড়কগুলোতে সকল প্রকার যানবাহন চলতে দেখা গেছে। স্বাভাবিক ছিল ব্যক্তিগত যানবাহনসহ মাইক্রোবাস, পিকআপ,ব্যাটারিচালিত রিক্সা অটোরিক্সার চলাচল।
সোমবার (২০ নভেম্বর) সৈয়দপুর বাস টার্মিনালসহ সৈয়দপুর -রংপুর মহাসড়কে এসব চিত্র দেখা গেছে। স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ হয়েছে। বিসিক শিল্পনগরীসহ সকল কল কারখানায় উৎপাদন হয়েছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে গেছে বিভিন্ন আন্ত:নগর ট্রেন। হরতাল চলাকালে শহরের চিত্র ছিল সম্পুর্ন আলাদা। খোলা ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন যানবাহনের চাপে শহরে যানজট লেগেই ছিল। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সৈয়দপুর বাস টার্মিনাল,রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য গত ২৮অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা এবং দলটির সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ৪ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করে আসছে দলগুলো।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম