1. admin@www.independentbd.news : independentbd.news : News Desk
  2. sheikhnadir81@gmail.com : sk deen mahmud : sk deen mahmud
পোকার আক্রমণে পাইকগাছার বীজ উৎপাদন খামারে আমনের ব্যাপক ক্ষতি - independentbd.news
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসির পর দেশের সব ইউএনওকে বদলীর নির্দেশ ইসির ২০ কেজি গাঁজাসহ রাজাপুরে আরিফ নামে এক যুবক আটক পাইকগাছায় ৮ দলীয় হা ডু-ডু’র ফাইনাল খেলায় লস্কর একাদশ চ্যাম্পিয়ান সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার -সিটি মেয়র পুলিশ সুপার রবিউল ইসলামের মর্যাদাপূর্ণ পিএসসি কোর্স সম্পন্ন মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরছে সিলেটে, জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে টাইগাররা পাইকগাছা-কয়রা বাসীর উদ্দেশ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর খোলা চিঠি বিএনপির কেন্দ্রীয় ১৫ নেতাসহ সাবেক ৩০ এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন জেল থেকে বেরিয়ে নৌকা প্রতীক পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর খুলনায় ছয়টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পোকার আক্রমণে পাইকগাছার বীজ উৎপাদন খামারে আমনের ব্যাপক ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::
  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে
paikgacha-poka-rice-9492

প্রাকৃতিক দূর্যোগ ও আকষ্মিক কারন্টে পোকার আক্রমণে খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আক্রান্ত ক্ষেতে পর্যাপ্ত পরিচর্যার পরও লক্ষ্যমাত্রা অর্জনে রীতিমত আশংকায় রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্ষেতের পাকা ধান, কুশি ও কাচা থোড় ধান গাছে কারেন্ট পোকা আক্রমণ ও সর্বশেষ মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে খামারের ধান মিাটিতে ন্যুয়ে পড়ায় এমনটি আশংকা করছেন সেখানকার কর্তৃপক্ষ।

খামারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ২০২৩-২০২৪ মৌসুমে খামারে ৬০ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। ব্রিধান-৩০ জাতের ৩৪ একর, ব্রি ধান-৭৩ জাতের ৪ একর, ব্রিধান-৭৮ জাতের ৪ একর ও বি আর-২৩ জাতের ১৮ একর জমিতে আবাদ করা হয়েছে।

সূত্র জানায়, গত মাসে একটানা বৃষ্টি, বৈরী আবহাওয়ায় ধানের কুশি পর্যায়ে ও কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়। তারপরও খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। তবে সর্বশেষ মিধিলির প্রভাব ও আকষ্মিক কারেন্ট পোকার আক্রমণে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এখন ক্ষেতের পাকা ধান, কুশি ও কাচ থোড় ধান গাছে কারেন্ট পোকা আক্রমণে পর্যাপ্ত পরিচর্যায়ও ক্ষতি কাটিয়ে উঠা ও সর্বশেষ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রীতিমত আশংকা করছেন তারা।

এর মধ্যে পাকা ব্রি ধান ৩০ জাতের ৩৪ একর, ব্রি ধান ৭৩ জাতের ৪ একর ও বি আর-২৩ জাতের ১৮ একর ধান কুশি ও কাচ থোড় অবস্থায় কারেন্ট পোকা আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। খামারে মোট ৫৬ একর জমির ধানে কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ব্রি ধান ৭৩ ও ব্রি ধান ৩০ জাত পরিপক্ক অবস্থায় কর্তন শুরু হয়েছে।

এ বিষয়ে খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়, তা অক্টোবরের শুরুতে থেমে থেমে বা একটানা হালকা ও কখনো ভারি বৃষ্টি যা, ৮ তারিখ পর্যন্ত থামে। তখন সারাদেশে প্রায় ১১ দিনযাবত বৃষ্টি ছিল।

একটানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে চলতি মৌসুমে ৭ একর আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ার পরও পর্যাপ্ত কীটনাশক স্প্রে করায় ফসল ভাল হয়েছিল। তিনি দাবি করেন, নিয়মিত কীটনাশক স্প্রে করলেও পরে বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় কারেন্ট পোকা নিধন করা সম্ভব হয়নি।

তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে সুষ্ঠু পরিচর্যায় ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা অব্যাহত রয়েছে। যদিও আমন মৌসুমে ত্রি-মুখী দুর্যোগে সেখানকার বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পূরণ না হওয়ার আশংকা তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত: ইন্ডিপেন্ডেন্টবিডি মিডিয়া কর্পোরেশন লিঃ