সাতক্ষীরার তালায় দেদারসে বিক্রি হচ্ছে রোগাগ্রস্থ মৃত্যুপ্রায় গরু, জনস্বাস্থ্য পড়ছে হুমকির মুখে। আর এ কাজের সাথে জড়িত উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেচ্ছাসেবীরা।
খুলনা থেকে অসাধু ব্যবসায়ীরা অপেক্ষাকৃত কমদামে এসকল গরু কিনে খুলনা শহরে মাংশ বিক্রি করেন বলে জানা গেছে।
রবিবার (১৯ নভেম্বর) সকালে তালার পাঁচরুখী গ্রামে সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, ইউনিয়ন পশু চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের গরুর গোয়ালে প্রায় মৃত্যু অবস্থায় একটি গরু পড়ে আছে। তিন জন গরু ব্যবসায়ী দাঁড়িয়ে আছে গরুটি খুলনায় নিয়ে যাওয়ার জন্য। উপস্থিত সাংবাদিকদের কাছে গরু ক্রয়ের কথা স্বীকার করেন তারা। সাংবাদিক দেখে এসময় তারা চলে গেলেও পরে তারা গরুটি নিয়ে যায়। অভিযুক্ত সহিদুল ইসলাম ওই গ্রামের সোবাহান শেখের ছেলে।
তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, তালা উপজেলা জেয়ালা, জেয়ালা নলতা, আটারই, হাজরাকাটি, মহান্দি, জাতপুর, পাঁচরুখী সহ বিভিন্ন গ্রামের গরুর ফার্মে ব্যাপক হারে জরা রোগ দেখা দিয়েছে। এই সকল অসুস্থ গরু খুলনার ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্রয় করে নিয়ে যায়। এত গরু অসুস্থ হলেও কোনো গরু মারা গেছে বা মাটিতে পুতে রাখা হয়েছে এমন কোনো খবর এলাকাবাসি বলতে পারে না।
নাম প্রকাশ না করার শর্তে একজন গরু ব্যবসায়ী বলেন, এলাকার অধিকাংশ ফার্মে গরু অসুস্থ হয়ে পড়ছে। ডাঃ সহিদুল গরুটি খুবই অসুস্থ ছিল। সে বিক্রয়ের জন্য আমাকে গত রাত ৩ টার দিকে ফোন দিয়েছিল কিন্তু আমি কিনতে রাজি হয়নি। সে কারণে খুলনার ব্যবসায়ীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে। গরুটি সুস্থ থাকলে ১ লক্ষ ৫০ হাজার টাকারও বেশী দাম ছিল। খুলনার মাংশ ব্যবসায়ীরা এই অসুস্থ গরুর মাংশ শহরে বিক্রি করে বলে জানান তিনি।
গরুর মালিক ডাঃ সহিদুল ইসলাম বলেন, আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেছে। গত রাতে একটি গাভী দড়িতে বেঁধে পড়ে গিয়েছিলো, আর উঠতে পারেনি। তাই খুলনার ব্যবসায়ীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রয় করেছি। তারা গরুটি নিয়ে চলে গেছে। গরুটি অসুস্থ ছিল না বলে জানান তিনি।
তালা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সঞ্জয় সরকার বলেন, তালা উপজেলাতে গত একমাস ধরে গরুর জরা রোগ হয়ে মারা যাচ্ছে। তবে এখন এর পরিমান কমে এসেছে। এলাকায় অসুস্থ গরু ক্রয় বিক্রয়ের কথা আমার জানা নেই। তবে কোনো ভাবে অসুস্থ গরু বিক্রয় করা যাবে না। যদি এমন কেউ করে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম