নীলফামারীর সৈয়দপুরে সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের ভাটার মোড়ের একটি ডোবা থেকে ষাটার্ধো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) সকালে ওই এলাকার একটি ডোবায় মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে ওই বৃদ্ধাকে বাইপাস সড়কসহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। কারও সাথে তেমন কোন কথা বলতেন না। তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মৃত বৃদ্ধার পড়নে প্রিন্টের মেক্সি ছিলো।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম