আগামি ২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের ওই তারিখ ঘোষণা করেন।
এরপরেই নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) রাতে আনন্দ মিছিল বের করে।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে শহরের শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় আগামি সংসদ নির্বাচনের তফশিল ঘোষনায় আনন্দ প্রকাশ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগম, পৌর প্যানেল মেয়র শাহীন হোসেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটনসহ আওয়ামী, লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগ, মৎস্যজীবীলীগ, শ্রমিকলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত দলীয় সমর্থক।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে আগামি সংসদ নির্বাচন পর্যন্ত দলের সকল নেতাকর্মীদের বিএনপি জামাত জোটের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করতে রাজপথে থাকার আহবান জানানো হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম