পাইকগাছার কতপিলমুনি ফাঁড়ির পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ দিলীপ বৈরাগী নামে এক নেশাখোরকে গ্রেফতার করেছে। ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত আনু: ৯ট দিকে তাকে সদরের মাছকাটার পেছনের জনৈক মিজানুরের চায়ের দোকানের সামনে তেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঘটনাস্থলের কাছে মাদকদ্রব্য বিকিকিনি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে ফাঁড়ির এসআই শাহজুল ইসলঅম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ দিলীপ বৈরাগী গা*জাসহ মাদকদ্রব্য সেবন ও বিকিকিনির সাথে জড়িত ছিল।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম