সাতক্ষীরার তালায় অজ্ঞাত পাগলী(১৮)পুত্র সন্তানের মা হয়েছেন। খবর পেয়ে সবাই পাগলী মা ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দেখতে ভীড় করছেন। তবে ভাগ্য এমন ফুটফুটে সন্তানের জন্ম দিলেও গর্ভধারিণী মা তার সন্তানকে চিনতে পারছেন না ,আর বাবা তো অজানা।
গত রবিবার সন্ধ্যায় তালা হাসপাতালে অজ্ঞাত এক পাগলী ছেলে সন্তানের জন্ম দিয়ে মা হয়েছেন । পাগলীর মা হওয়ার ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়,একমাস পূর্বে উপজেলার খলিশখালি বাজারে অজ্ঞাত সন্তান সম্ভবনা অল্প বয়সী এক পাগলী আসেন। বাজারের আশেপাশেই ঘোরাফোরা করতেন।অল্প বয়সী পাগলীকে সবাই খেতে দিতেন।কখনো কারো কাছ থেকে তিনি চেয়ে খেতেন না।পাগলীটি সন্তান সম্ভবা হওয়ায় চলাফেরা করতে খুব কষ্ট হতো । এমত অবস্থায় স্থানীয় এক স্বাস্থ্য কর্মী গত ১৫/১৬ দিন আগে তালা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতিকে বিষয়টি জানান। পরে সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি” তাকে তালা হাসপাতে ভর্তি করেন। দীর্ঘ ১৩দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন।
এ প্রসঙ্গে সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতির সভাপতি আব্দুল আলিম বলেন, খলিশখালির এলাকার এক স্বাস্থ্য কর্মী তাকে ফোন দিয়ে পাগলীর বিষয়টি জানান। সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের কাছ থেকে সব কিছু শুনে বুঝে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে পাগলীকে হাসপাতালে ভর্তি করতে বলেন। চেয়ারম্যানের সহযোগিতায় অজ্ঞাত পাগলীকে খলিশখালি বাজার থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৩ দিন হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সন্ধ্যায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। অজ্ঞাত পাগলী মা ও ছেলে উভয় ভালো আছেন।তবে সমস্য হলো গর্ভধারিণী মা তার সন্তানকে চিনতে পারছেন না । অনেক চেষ্টা করেও তাকে বুঝানো গেলো না তিনি এই সন্তানের মা।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক মা ও সন্তানের সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, পাগলী মা ও শিশুটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। চিকিৎসা চলছে মা ও বাচ্চা দুজনে ভাল আছেন । বাচ্চাটিকে যদি কেউ দত্তক নিতে চায় তাহলে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই পূর্বক সঠিক পরিবারটিকে দত্তক দেওয়া হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম