তালার পাটকেলঘাটায় তৈলকুপী স্বাবলম্বী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পথচলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৪ ই নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বলভিল্ডস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করা হয়।সমিতির সভাপতি জামাল উদ্দীন এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে শেয়ার সদস্য সহ কার্যকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল গাজী,কোষাদ্যক্ষ সাজ্জাত হোসেন,সদস্য আব্দুস সামাদ,সদস্য সূদর্শন মন্ডল,শেয়ার সদস্য দীপক রায়,খলিলুর রহমান সমিতির অগ্রগতি, কার্যক্রম,কৃষি সহ গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে কি ভাবে দৃষ্টান্ত রাখতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা তুলে ধরেন। সামাজিক উন্নয়ন মুলক এ সমিতি গত ২৭ নভেম্বার যাত্রা শুরু করে ৩১ অক্টোবা সনদপত্র পেয়ে নিবন্ধিত হয়।যাহার নিবন্ধন নাম্বার ১১১/সাত।
পরিশেষে তৈলকুপী স্বাবলম্বী কৃষি সমবায় সমিতি লিঃ এর অগ্রযাত্রা ত্বরাণিত করতে সকলে একত্রে মিলে কাজ করে এর সুফল সমাজের মানুষের দোর গোড়ায় পোঁছাতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম