বিমানে চড়ে ঢাকা যাওয়ার শখে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অবৈধ প্রবেশকরা শিশু মানিক মিয়াকে (১০) তার পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) রাতে আইনী প্রক্রিয়া শেষে তার পিতা মিঠু মিয়ার হাতে তুলে দেয় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে বিমানে চড়ে ঢাকা যাওয়ার শখ করে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশ করায় আটক হয় সে।
আটক ওই শিশু মানিকের বাড়ি রংপুর জেলা সদরের দেওডুবা এলাকায়। সে স্থানীয় হাজী তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনির ছাত্র এবং ওই এলাকার বাসিন্দা মিঠু মিয়ার পুত্র। সৈয়দপুর বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ শিশুটির ভাষ্যমতে জানায়,রবিবার বিকেলে রংপুর থেকে একটি বাসে সৈয়দপুর বাস টার্মিনালে আসে। পরে সেখান থেকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। এরপর সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সাথে ঢুকে পড়ে সে। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। এসময় তিনি শিশু মানিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অবৈধভাবে প্রবেশ করার বিষয়টি জানতে পারেন। বিমানে ঢাকায় যাওয়ার শখ থাকায় সে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটিকে আটক করার পরেই তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরে ওই শিশুর পিতা মিঠু মিয়া ঘটনাস্থলে এলে আইনী প্রক্রিয়া শেষে তাকে তার পিতার হাতে তুলে দেওয়া হয়।
তিনি জানান, ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম