খুলনার পাইকগাছায় মিথ্যা চুরির অপবাদে পরিকল্পিতভাবে হাসানুর রহমান শেখ (৩২) নামে এক ঘের কর্মচারীকে সংঘবদ্ধভাবে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহতকে উদ্ধার করে প্রথমে তালা ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে বলা হয়, পাইকগাছার কপিলমুনির কাশিমনগর মৌজায় স্থানীয় ইউপি সদস্য শেখ রবিউল ইসলামের ঘের কর্মচারী হাসানুর রহমান শেখ প্রতি রাতের ন্যায় মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে নিজ ঘেরের চারো থেকে চিংড়ি আহরণের পর পোশাক বদলে মাছ বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এসময় আকষ্মিক স্থানীয় চিংড়ি ডিপো মালিক মদনের নের্তৃত্বে গৌরাঙ্গ, রাসেলসহ কয়েকজন যুবক তার উপর হামলা করে চিৎকার লোক জড়ো করে লাঠিপেটা, কিল, ঘুষি,লাথি মেরে আহত করে। এরপর তারা তাকে ধরে নিজ ডিপোর সামনে এনে ফের দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর যখম করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে তারা তাকে হত্যার উদ্দেশ্য ফের মারপিট করে। খবর পেয়ে প্রতিবেশী ও কাশিমনগর থেকে লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত ডাক্তারররা জানান, তার মাথায় যখম গুরুতর তবে আশঙ্কামুক্ত রয়েছে।
এদিকে ঘের মালিকের পক্ষে ধারণা করা হচ্ছে, ঐ এলাকায় তার ঘেরসহ আশপাশের ঘেরগুলোতে মাছ চুরির ঘটনা লেগেই রয়েছে। হাসানকে নিয়োগ দেয়ায় চোরদের চুরি করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ফলে পরিকল্পিতভাবে তাকে সরাতে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করা হয়।
সর্বশেষ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম