শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন বিতর্কিত কর্মকর্তা শাহিনা আক্তার। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শার্শা আনসার ভিডিপি অফিসে টিআই হিসেবে কর্মরত থাকা অবস্থায় একজন কর্মকর্তার সাথে অনৈতিক কর্মকান্ডের সময় হাতে নাতে ধরা পড়ে ষ্ট্যান্ড রিলিজ হয় শার্শা অফিস থেকে। বর্তমানে ঐ সময়ের টিআই এখন পদন্নতি পেয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে সম্প্রতি গত ২০/০৯/২০২৩ তারিখে শার্শায় যোগদান করেন। যোগদান করার পরপরি প্রস্তুতি নিতে থাকে তার পছন্দনিয় ইউনিয়ন কমান্ডারদের মাধ্যমে স্বারদিয়া দূর্গা পূূজার ডিউটি করার জন্য প্রত্যেক আনছার সদস্যর নিকট থেকে ৫০০/- টাকা হারে উৎকোচ আদায়ের।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনী ডিউটি করবেন তাদেরকের বাছাই কার্যক্রম শুরু করেছে। তার মোননিত ইউনিয়ন আনছার কমান্ডারদের মাধ্যমে সু-ষ্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন যে সমস্ত আনছার ভিডিপি সদস্য সদস্যারা নির্বাচনী ডিউটি করবেন প্রত্যেক সদস্য সদস্যাকে ৫০০/- টাকা হারে যারা চাঁদা/উৎকোচ দিবে তারাই ডিউটিতে যেতে পারবেন। কর্মকর্তার এ ধরনের নির্দেশনা পেয়ে আনসার ভিডিপি সদস্য সদস্যারা হতাশায় ভুগছে।
উক্ত অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তা শার্শা উপজেলার ৩২টি পূজা মন্ডপে ২ শতাধিক আনসার ভিডিপি সদস্য সদস্যারা নিরাপত্তা ও সৃংখলা দায়িত্ত্বে নিয়োজিত রয়েছে। উক্ত পুজা মন্ডপ গুলিতে আনসার মোতায়েনের পাশাপাশি অনিয়ম ও দূর্নীতির চিত্র ফুটে উঠেছে। আনসার সদস্য সদস্যা বাছাইয়ের দিন গত ৪ অক্টোবর সকাল ১০টার সময় হাজির হতে বলা হলেও কর্মকর্তা হাজির হয় সকাল ১১টায়। দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে তহমিনা নামের এক আনসার সদস্য অসুস্থ্য হয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন প্রশিক্ষন প্রাপ্ত আনসার সদস্য অভিযোগ করে এ প্রতিনিধিকে বলেন উক্ত কর্মকর্তা প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্য সদস্যাকে বাছাই না করে অর্থের বিনিময়ে প্রশিক্ষণ বিহিন সদস্যাকে পূজা মন্ডপে দায়িত্ব দিয়েছে।
এছাড়া গোগা ইউনিয়নে মশিয়ার রহমানের নামে আমাদালতে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাকেও ডিউটি দেওয়া হয়েছে। শুধু তাই নয় গোগা ইউনিয়নের সবচাইতে বড় পূজামন্ডপে তাকে পিসির দায়িত্বে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বর্তমান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার শাহিনা আক্তারের সাথে তার মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসি ও স্বচেতন মহল বিষয়টি সংশ্লিষ্ট ও উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম