মরহুম আলহাজ্ব সৈয়দ ইমাম হাসান বাচ্চু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) বাদ জুম্মা নগরীর আন্দিরঘাট জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব ইমাম হাসান বাচ্চু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময় সিটি মেয়র প্রয়াত ইমাম হাসান বাচ্চুর পরিবারের সাথে মতবিনিময়কালে মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। সার্বক্ষণিক সামাজিক কর্মকান্ডে অংশ নিতেন। সুখে-দুঃখে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাঁর কাছ থেকে কাউকে নিরাশ হয়ে ফিরতে হতো না। এসময় মরহুমের আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম, মরহুমের সহধর্মিনী নাসিমা হাসান, সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডার্স লিমিটেড’র সিইও সৈয়দ ইসতিয়াক হাসান তানভীর, সৈয়দ ইরফাদ হাসান, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, সৈয়দ ইমাম হোসেন সাচ্চু, খন্দকার বাহার উদ্দিন, আব্দুল বারি, এস এম ইকবাল হোসেন, জমির আলী শেখসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।