1. admin@www.independentbd.news : independentbd.news : News Desk
  2. sheikhnadir81@gmail.com : sk deen mahmud : sk deen mahmud
রহমান স্যারের হাত ধরে বাংলাদেশে প্রথমবারের মত শুরু হল ”পরিশোধিত বিল” কার্যক্রম - independentbd.news
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসির পর দেশের সব ইউএনওকে বদলীর নির্দেশ ইসির ২০ কেজি গাঁজাসহ রাজাপুরে আরিফ নামে এক যুবক আটক পাইকগাছায় ৮ দলীয় হা ডু-ডু’র ফাইনাল খেলায় লস্কর একাদশ চ্যাম্পিয়ান সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার -সিটি মেয়র পুলিশ সুপার রবিউল ইসলামের মর্যাদাপূর্ণ পিএসসি কোর্স সম্পন্ন মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরছে সিলেটে, জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে টাইগাররা পাইকগাছা-কয়রা বাসীর উদ্দেশ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর খোলা চিঠি বিএনপির কেন্দ্রীয় ১৫ নেতাসহ সাবেক ৩০ এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন জেল থেকে বেরিয়ে নৌকা প্রতীক পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর খুলনায় ছয়টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রহমান স্যারের হাত ধরে বাংলাদেশে প্রথমবারের মত শুরু হল ”পরিশোধিত বিল” কার্যক্রম

নিজস্ব প্রতিবেদকঃঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

কপিলমুনির চলার সাথী’র প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমানের হাত ধরে এবার যাত্রা শুরু হল নিরব সহযোগীতায় পশোধিত বিল” সিস্টেম। কানাডিয়ান সিস্টেম থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মঙ্গলবার (২ মে) সকাল থেকে তিনি ব্যতিক্রমী এ মানবিক কার্যক্রম শুরু করেন। তার বিশ্বাস তাকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবেন এ কার্যক্রমে।

নিরব সহযোগীতার এ কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কোন হোটেল রেস্তোরায় কিংবা তৈরি পোশাকের দোকান থেকে তিনি যখন কিছু ক্রয় করবেন তখন, নিজের বিল পরিশোধের পর সম পরিমাণ টাকা তিনি দোকানির কাছে অতিরিক্ত পরিশোধ করবেন। পরবর্তীতে দোকানি তার নিজ দায়িত্বে জমাকৃত অর্থ অসহায় দুস্তদের মধ্যে খাদ্যসহ তৈরি পোশাক প্রদানের মধ্য দিয়ে বন্টন করবেন। এক্ষেত্রে দাতার দানের বিষয়টি যেমন উহ্য থাকবে তেমনি ভিক্ষাবৃত্তি নয়, ক্ষুধার্তরা হোটেল-রেস্তোরায় গিয়ে বলবেন তার জন্য কোন পরিশোধিত বিল কিংবা পেনশন মিল বরাদ্দ রয়েছে কিনা? থাকলে দোকানি তাকে বরাদ্দ দিবেন। না থাকলে উপস্থিত সহৃদয় ব্যাক্তিরাও সহযোগীতার হাত বাড়াতে পারেন। এমনি সিস্টেমটি বহুল প্রচার হলে সহৃদয়বান বহু মানুষ এগিয়ে আসবেন মহতি এ উদ্যোগে। আর এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে কোন অসহায় ক্ষুধার্তকে রাস্তায় রাস্তায় খাবারের জন্য ভিক্ষা করতে হবেনা।

শেখ আব্দুর রহমান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগরস্থ কে.আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কপিলমুনিস্থ প্রত্যুষে হাঁটার সংগঠন চলার সাথী’র প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষক নেতা হিসেবে সারাদেশে সুখ্যাতি ছড়িয়ে রয়েছে তার।

তার পিতা মরহুম শেখ আব্দুল জব্বার ছিলেন, একজন সংষ্কৃতিত ব্যাক্তিত্ব, চাচা মরহুম শেখ এজাহার আলী ও বজলুর রহমানর ছলেন, সমাজ হিতৈষী ও সৃষ্টিশীল চেতনার অধিকারী। দাদা শেখ আছমত উল্লাহ ও দিরাজতুল্লাহরাও মানবিক ও প্রজাবৎসল ছিলেন।

যার ধারাবাহিকতায় শেখ আব্দুর রহমানও হয়ে উঠেছেন সমাজ হিতৈষী মানবিক ও সৃষ্টিশীল চেতনার অধিকারী।

তিনি বলেন, আমৃত্যু তার এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের অন্যতম ব্যাতিক্রমী আয়োজনে উদ্বুদ্ধ হয়ে একদিন সারা দেশের মানুষ এগিয়ে আসবে। প্রান্তরজুড়ে মানষপটে উজ্জ্বল হবে মানবিকতার সোনালী রোদ্দুর। ত্বরান্বিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রা। একসাথে সবাই গাইবে কাজী নজরুলের সাম্যের গান কিংবা গোটা বাংলাদেশ একদিন রবীন্দ্র নাথের ভাষায় একসাথে গেয়ে উঠবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। শেখ আব্দুর রহমানের হাত ধরে পরিশোধিত বিল কার্য়ক্রম ছড়িয়ে পড়–ক সারা বাংলায়, এমন প্রত্যশা সাধারণ মানুষের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইন্ডিপেন্ডেন্টবিডি আইটি টিম

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত: ইন্ডিপেন্ডেন্টবিডি মিডিয়া কর্পোরেশন লিঃ