কয়রা(খুলনা)প্রতিনিধি ::
কয়রায় দুর্যোগে সচেনতার লক্ষ্য এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৮নং ওর্য়াডের হাওলাদার পাড়ায় জাপানের শাপলা নীড়ের অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুতি প্রকল্পের এপিও এস এম এ মজিদ, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান মনি, স্থানীয় অধিবাসী লুৎফুন্নাহার, জাহানারা খাতুন,সুমা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা পারিবারিক পর্যায়ে দূর্যোগে ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজের কথা উল্লেখ করা সহ দূর্যোগ এর আগে চলাকালীন ও পরে করনীয় কাজ গুলো নিয়ে আলোচনা করেন। তা ছাড়া উঠান বৈঠকে দুর্যোগের সংকেত ও পতাকার ব্যবহার ফিলিপ চাড সহ বিভিন্ন সংকেত এবং ঝড়ের গতি নিয়ে আলোচনা করা হয়। এতে ২০ জন সদস্য অংশ গ্রহন করেন।