নিজস্ব প্রতিবেদক ::
খুলনার হরিণটানা থানা পুলিশ গত সোমবার (২ ফেব্রুয়ারী) রাতে ময়ূর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসাযীকে আটক করেছে।
আটককৃতরা হলো, খালিশপুর থানার পিপলস্ নিউ কলোনীর মৃত বাহার উদ্দীন শিকদারের ছেলে মোঃ সাগর হোসেন ওরফে জয় (২৭), একই এলাকার মো: নাজিমের ছেলে মোঃ লিমন শেখ (২১) ও খালিশপুরের ক্রিসন্ট গেট এলাকার মো: ফরহাদ এর ছেলে মোঃ রমজান (২৪) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি এ্যাপাসি আরটিআর ৪ভি মোটর সাইকেল উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতার অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাদেরকে আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় হরিণটানা থানা পুলিশ।