লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে মসজিদের সাদে উঠে ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইকরাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার মিরেশ্বরাই বেপারী বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। সে মিরেশ্বরাই বেপারী বাড়ীর বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে ও পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (১ ফেব্রুয়ারি) নিজ বাড়ির পাশের মসজিদের ছাদে ঘুড়ি ধারার জন্য গেলে সেখানে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন,সহপাঠীসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরও খবর...