1. admin@independentbd.news : admin :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত্রদলকে শিবির সভাপতির কড়া বার্তা গাজায় আরও ৬ লাশ উদ্ধার, রাফায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াত এখনও বৈষম্যের শিকার: গোলাম পরওয়ার কপিলমুনির প্রভাবশালী আ’ লীগ নেতা নির্মল ঠাকুর গ্রেফতার আগামীতে ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে মিছিল হবে একটাই, কয়রায় বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক মন্টুু মুন্সীগঞ্জে আসলাম সুইটকে তিন লক্ষ টাকা জরিমানা দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই-সৈয়দপুরে এমরান সালেহ প্রিন্স কয়রায় কোষ্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

সংগীত শিল্পী মহেশ চন্দ্রের ১০৬তম জন্মবার্ষিকীতে সৈয়দপুরে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর

  • প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পঠিত
493
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী এবং কৃষ্ণ কমল রায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী সদর উপজেলার বারুণীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এম ওমর ফারুক ও ভাওয়াইয়া প্রেমী আশরাফুজ্জামান বাবু।
এতে সভাপতিত্ব করেনলক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা। তাপস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক সুরকার ও সঙ্গীত শিল্পী বিনয় কুমার রাজবংশী। এতে আলোচনায় অংশ নেন প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের পুত্র শিশির কুমার রায় মানিক।
সভায় বক্তারা প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের সঙ্গীত জীবনী এবং তাঁর লেখা ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে ভাওয়াইয়া গানের আসরের শুরুতেই প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে শিল্পী মহেশ চন্দ্র রায়ের লেখা ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী, প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের ছেলে শিশির কুমার রায় মানিক, নাতি কৃষ্ণ কমল রায়, ভাওয়াইয়া শিল্পী বিথী জামান, লোক সঙ্গীত শিল্পী আমেনা খাতুন, সুরধ্বনি সংগীত নিকেতনের শিক্ষার্থী প্রান্ত রায় ও ইমাম হোসেন সবুজ।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...