নিজস্ব প্রতিবেদক ::
গরুর খুঁটায় বেঁধে ধান ক্ষেতের ঘেরা বেড়া ক্ষতিগ্রস্ত হওয়ায় গরুর মালিককে পিটিয়ে কান ছিঁড়ে দেওযার ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার কপিলমুনির রামনগর গ্রামে।
অভিযোগে জানানো হয় যে, উপজেলার রামনগর গ্রামের আব্দুল গাজীর ছেলে মামিদুল গাজী (৪০) এর ধানক্ষেতের ঘেরার পাশ দিয়ে একই এলাকার জবেদ আলী মোড়লের ছেলে ফারুক মোড়ল তার গরু আনার সময় অসাবধানতাবশত গরুর খুঁটায় বেঁধে ক্ষেতের বেড়ার নেট ছিড়ে যায়। তাৎক্ষণিক সে তার ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতে রাজী হয়। তারপরও মামিদুল ফারুককে একা পেয়ে পাশে থাকা বাঁশের চাঁ দিয়ে ফারুকের কানে বাড়ি দিয়ে কান ছিড়ে মারাতœক রক্তাক্ত যখম করে।
এ ঘটনায় ফারুক মোড়ল মামিদুলের বিরুদ্ধে ঐ দিন সন্ধ্যার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করেন।
ঘটনায় ফারুক ও তার পরিবার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।