কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলার ভান্ডারপোলে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও স্থানীয় বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সানার পুত্র মোঃ সাইফুল ইসলাম লিটনের আইডি থেকে এমন অপপ্রচার চালানো হয়েছে । এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদে নিন্দা জানিয়েছে ঐ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ন্থানীয রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের লোকজন। অপপ্রচারের প্রতিবাদে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় এ বিষয়ে ভান্ডারপোল সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ এক সংবাদ সম্মেলন করে ।
সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য বলেন, ভান্ডারপোল গ্রামের মোঃ সাইফুল ইসলাম লিটন তার ব্যবহৃত এমডি সাইফুল ইসলাম নামের ভেরিফাইজড ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬ টার দিকে ভান্ডারপোল সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে এবং স্থানীয় বিএনপি’র দুই নেতা আব্দুর রহমান ঢালী ও শেখ মোঃ মফিজুল ইসলাম ও জামাত ইসলামের ৩-৪ জন নেতা কর্মীকে নিয়ে তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনদিত।
তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন স্কুলের চারতলা ভবন তৈরীর উদ্দেশ্যে হাজার ফুট সিলেকশন বালু ও আট হাজার ইট কনস্ট্রাকশনের ভাষ্যমতে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল স্কুলের কমিটি না থাকায় স্কুলের প্রধান শিক্ষকসহ আরও দুইজন শিক্ষক ও স্কুলের স্টাফরা মিলে বিএনপি জামাতের ৩-৪ জন নেতার যোগশাযশে রেজুলেশন করে রাতের আঁধারে স্থানীয় ব্যবসায়ীর কাছে অর্ধেকের ও কম দামে মালামাল বিক্রি করে দিয়েছে । এ
বং এই সিন্ডিকেট হাতে নাতে মালামালসহ অসাধু ব্যবসায়ীকে ধরে তাহার বাবাকেও আসামি হিসেবে জড়িয়ে লক্ষ টাকার বাণিজ্য বিষয়টি ধামাচাপা চালাচ্ছে । সংবাদ সম্মেলনে শিক্ষকরা আরও বলেন, তিনি যে এই স্ট্যাটাসটি দিয়েছেন আসলে এটি সঠিক নয়।আমাদের স্বনামধন্য স্কুলের ভাবমূর্তি ও নামধারী বিএনপি জামাতের নেতৃবৃন্দের সম্মান খুন্ন করার জন্য তিনি দীর্ঘদিন যাবত পায়তারা করে আসছে। তারই রেশ ধরে এ কাজটি করেছে। স্কুলের কোন ইট রড ছিল না, উদ্ধৃত কিছু বালু ছিল স্কুলের ভবনের প্লাস্টারের কাজ চলমান রয়েছে। অর্থসংকটের কারণে সিমেন্টের টাকা না থাকায় স্কুলের সকল শিক্ষক কর্মচারী এবং সকলের সম্মতিতে এ ব্যাপারে একটি রেজুলেশন করা হয়। অপপ্রচারের বিষয় শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতাকর্মিরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিধান্ত গ্রহন করেছে ।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৌমিত্র প্রসাদ সানা , সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, মোঃ গোলজার আলী, মোঃ আব্দুস সালাম শিক্ষক অসীম কুমার বাছাড় , মোঃ আকরাম হোসেন মোঃ আলমগীর হোসেন, হিরন্ন কুমার মন্ডল, মিলন চন্দ্র রায়, মোঃ অলিউর রহমান, রমেশ নারায়ন মন্ডল, সত্যায়ন কুমার বিশ্বাস, অসীম কুমার বাছাড়, জয়শ্রী মন্ডল, তন্নয় কুমার গাইন, মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুল মান্নান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মোখলেছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।