সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে নিজ শয়নকক্ষ থেকে হাফিজুল ইসলাম (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকার আব্দুর রহিমের ছেলে হাফিজুল ইসলাম। সে স্থানীয় একটি সুতলি ফ্যাক্টরিতে কাজ করতো। ঘটনার দিন গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টায় সময় হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মোছা. ময়না খাতুন রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার ভোর পাঁচটার দিকে হাফিজুলের স্ত্রী ময়না খাতুন তাঁর স্বামীকে ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় ছেলে বউয়ের চিৎকার চেঁচামেচি শুনে হাফিজুলের বাবা আব্দুর রহিম ও মা ফাতেমা বেগম ছুঁটে গিয়ে ঘরের মধ্যে ছেলেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে সৈয়দপুর থানার উপ পরিদর্শক আব্দুল হামিদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মৃতের পিতা আব্দুর রহিম বলেন, রাতে ছেলে ও পুত্রবধু বাড়ীর পাশে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শুনে বাড়িতে আসেন। ভোরে পুত্রবধূর চিৎকারে এসে দেখতে পারি ছেলে হাফিজুলের লাশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফউম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।