1. admin@independentbd.news : admin :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্রদলকে শিবির সভাপতির কড়া বার্তা গাজায় আরও ৬ লাশ উদ্ধার, রাফায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াত এখনও বৈষম্যের শিকার: গোলাম পরওয়ার কপিলমুনির প্রভাবশালী আ’ লীগ নেতা নির্মল ঠাকুর গ্রেফতার আগামীতে ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে মিছিল হবে একটাই, কয়রায় বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক মন্টুু মুন্সীগঞ্জে আসলাম সুইটকে তিন লক্ষ টাকা জরিমানা দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই-সৈয়দপুরে এমরান সালেহ প্রিন্স কয়রায় কোষ্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

মানবশুণ্য সৈয়দপুর রেলওয়ে স্টেশন ট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত
saedpur-469

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::


নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এলেও ট্রেন না পাওয়ায় ফিরে গেলেন বিভিন্ন ট্রেনের যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে অন্যান্য যানবাহনে চেপে গেছেন তাদের গন্তব্যে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ট্রেন না থাকায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন মানবশুণ্য হয়ে পড়েছে।

রেলওয়ের রানিং স্টাফদের পার্ট অব পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবিতে সারাদেশের মত সৈয়দপুরেও সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রেলওয়ে কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে সৈয়দপুরের ট্রেনযাত্রীরা।

সৈয়দপুরে মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল থেকে সৈয়দপুর স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি।

ট্রেন ধর্মঘটের বিষয়টি জানতে না পেরে অনেক যাত্রী রেলওয়ে স্টেশন থেকে ফেরত গেছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। যাত্রীরা জানতে চাইছে ট্রেন কখন চালু হবে। তবে রেলওয়ে স্টেশনে থাকা কর্মচারীরা বলছেন বিষয়টি তারা জানেন না। ফলে নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হযে় ফিরে যাচ্ছেন তারা। মতিয়ার রহমান (৩৫) জানান, রুপসা এক্সপ্রেস ট্রেনে নাটোর যেতে পরিবারের তিন সদস্যকে নিয়ে স্টেশনে এসেছিলাম। কিন্তু এসে জানতে পারি বিভিন্ন দাবিতে ট্রেনের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে ট্রেন ধর্মঘটে গেছে।

এখন বাধ্য হয়ে বাসে করে গন্তব্যে যেতে হবে। তাঁর মতো অনেকে ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, রেলওয়ে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। বিগত সময়ে সরকারবিরোধী কোন আন্দোলনে ট্রেন বন্ধ থাকেনি, এখন কোন যুক্তিতে কর্মচারীরা ধর্মঘট করছেন। তারা বলেন বিগত ১৭ বছরে তাদের আন্দোলন কোথায় ছিল? এখন কোন যুক্তিতে কর্মচারীরা ধর্মঘট করছেন। যাত্রীরা ক্ষোভ জানিয়ে ওইসব কর্মচারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সরকারের প্রতি।

মঙ্গলবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় পুরো স্টেশন ফাঁকা, দু একজন প্লাটফর্মে হাটাহাটি করছেন। এদের মধ্যে আনোয়ার নামে একজন বলেন, তিতুমীর ট্রেনে ডোমারে যাওয়ার জন্য এসেছেন। কিন্তু এসে জানতে পারেন ট্রেন ধর্মঘট চলছে। তিনি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন । রেলওয়ে স্টেশনের আশেপাশের দোকানীরা জানান, সৈয়দপুর থেকে ঢাকা, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন রুটে ৭টি ট্রেন নিয়মিত চলাচল করে । স্টেশন জুড়ে মানুষের ভীড় লেগেই থাকে , কিন্তু আজকের দৃশ্য অন্যরকম। মনে হচ্ছে ঈদের ছুটি । রেলওয়ে স্টেশনের শ্রমিকরা বলেন, ট্রেন ধর্মঘটের কারণে তাদের কোন কাজ কর্ম নেই। তাই অলস সময় কাটাচ্ছি। এ অবস্থা চলতে থাকলে তাদের কস্ট আরও বেড়ে যাবে।

সুত্র জানায় , মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেয়ার বিষয়ে জটিলতা নিরসনে ২৮ জানুয়ারি পর্যন্ত সরকারের প্রতি আল্টিমেটাম দেয় আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু সে সময় পর্যন্ত সমাধান না হওয়ায় ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় বাংলাদেশ রেলওযে়র রানিং স্টাফরা।

কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি ট্রেনচালক,গার্ড ও টিকিট চেকার রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে সারাদেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...