এম,এম রোকনুজ্জামান টিপু::
সাতক্ষীরার তালায় ধানের জমিতে সেচ দিতে বসানো নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে।পাইপের মুখে আগুন দিতেই দাউ দাউ করে জ্বলছে। যা দেখতে সকাল থেকেই জড়ো হচ্ছে মানুষ।
সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের একটি ধান ক্ষেতে নলকূপ বসানোর সময় এই দৃশ্য দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল এ প্রতিনিধিকে জানান,সোমবার সকালে কলাগাছি গ্রামের সন্যাসী মন্ডলের ধানক্ষতে সেচ দিতে নলকূপ স্থাপনের কাজ শুরু করেন।তবে ৫টি পাইপ বোরিং করে নিচে যাওয়ারপর ভূগর্ভ থেকে পানির পরিবর্তে গ্যাস নির্গত হতে থাকে।তখন শ্রমিকরা পাইপের মুখে আগুন দিতেই দাউ দাউ করে জ্বলে উঠে। ঘটনার খবর শুনে তা দেখতে গ্রামের মানুষ ভিড় করছে।
ইউপি সদস্য আরে বলেন,খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পৌছিয়ে আগুন নিভিয়ে সংশ্লিষ্ট গবেষণা দপ্তরের কর্মকর্তারা না আসা পর্যন্ত জায়গাটি ঘিরে রাখার জন্য বলা হয়েছে। তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করবেন বলেও জানান ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল এ প্রতিনিধিকে বলেন,তিনি গতকাল রাতেই খবরটি শুনে জেলা প্রশাসক মহাদয়কে অবহিত করেছেন।
সংশ্লিষ্ট গবেষণা দপ্তরের কর্মকর্তারা না আসা পর্যন্ত জায়গাটি ঘিরে রাখার নির্দেশনা দিয়েছন বলেও জানান তিনি।