কয়রা(খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় বিদ্যালয় চত্বরে বিজয়ীদের মাঝে উক্ত পুরুস্কার বিতরণ করা হয়।
পুরুস্কার বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষার মোহাঃ হুমায়ুন কবির, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কাজল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন,বিশিষ্ট সমাজ সেবক এ্যাডঃ সুজিত কুমার মন্ডল, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, শিক্ষক অচিন্ত কুমার সরকার, হেনা রানি মন্ডল, দিপক কুমার মিস্ত্রি, অজয় কুমার মিস্ত্রি, আঃ আজিজ, প্রদীপ কান্তি দত্ত, উত্তম কুমার দাস, আবুল হাসান, দিপন দত্ত, মলিনা বালা মন্ডল, ছাত্র নেতা মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মফিজুল ইসলাম,শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।