আবু তালহা তোফায়েল, সিলেট:
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার আয়োজনে সংগঠনটির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
২৭ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় এ উপলক্ষে নগরীর শিবগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লুকমান হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, যেকোনো দলের ফেসিস্টি আচরণ সহ্য করা হবে না। এক্ষেত্রে সচেতন ছাত্র জনতা বিশেষ করে ছাত্র জমিয়তের কর্মীরা ফেসিস্টি যেকোনো আচরণ প্রতিহত করতে হবে।
তিনি বলেন, ছাত্র জমিয়ত এখন ৩৩ বছরের যৌবন সময় পার করছে। এখন অনেক অসাধ্য কাজকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে ছাত্র জমিয়তের কর্মীরা। দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জমিয়তের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমদ রোকন, সহ-সম্পাদক আবু তালহা তোফায়েল, প্রশিক্ষণ সম্পাদক মুশাহিদ, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের, লুৎফুর রহমান, ইমাম উদ্দিন, উবায়দুল্লাহ মারুফ ও আব্দুল্লাহ মামুন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক উমর ফারুক রহ. সহ মরহুম সাবেক ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের মাগফিরাত কামনা এবং প্রাক্তন ছাত্রনেতাদের অবদান তুলে ধরা হয়।
সবশেষে সম্পাদকমণ্ডলী দৈনিক শ্যামল সিলেটের রিপোর্টার আতিকুর রহমান নগরীর সিনিয়র রিপোর্টার হিসেবে প্রমোশন পাওয়ায় তার সাথে মতবিনিময় করে অভিনন্দন জানান।
এই বিভাগের আরও খবর...