নিজস্ব প্রতিবেদক::
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট এর দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২২ জানুয়ারী) থেকে শুরু করে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে ইনস্টিটিউট’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ।
বিদ্যালয়ের শিক্ষক এ,এইচএম মোস্তাফিজুর রহমান ও কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামের সঞ্চালনায় পরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, অবঃ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শিক্ষক হাফিজুর রহমান ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ব্রজেন্দ্র নাথ মৃধা, শ্যামল রায়, সুজিত মন্ডল, বাসনা ঢালী, ডালিমা মৃধা, পিনাকী রায়, মনোজ কান্তি মন্ডল ও স্বনন্দে মিস্ত্রিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।