কয়রা(খুলনা)প্রতিনিধি ::
কয়রায় জেজেএসের এসসিভিএস প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে এক এ্যাডভোকেসি সভা গতকাল বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। প্রকল্পের এডুকেটর মোঃ নাসির মাহমুদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেএসের এসসিভিএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা।
আরও বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়,সিপিপির সদস্য সাবানা আক্তার, উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরামের সভাপতি মাহির তাজওয়ার, সহ-সভাপতি মনিরা সুলতানা, সদস্য সচিব শাহরিয়ার সুলতানা প্রমুখ।
এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিপিপির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।