1. admin@independentbd.news : admin :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত কয়রায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন দেবহাটায় বাগদা চিংড়ি ভাগ্য ফেরালো আনারুলের কয়রায় সয়াপ্রোটিন বিস্কুট বিতরন কার্ডক্রমের উপর মত বিনিময় সভা সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় বিএনপি নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা ক্যান্সারের ভ্যাকসিন মিলবে ৬ মাসের মধ্যে ছাত্রদলকে শিবির সভাপতির কড়া বার্তা গাজায় আরও ৬ লাশ উদ্ধার, রাফায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৯১ তম তিরোধান দিবস আজ

  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পঠিত
roy-shaheb-380

শেখ দীন মাহমুদ::


আজ ১৭ জানুয়ারী, বাংলা ৩ মাঘ। দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র আধুনিক কপিলমুনির রুপকার, শিক্ষানুরাগী ও সমাজ সেবক দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৩৫ সালের আজকের দিনে মৃত্যু হয় ক্ষণজন্মা বিনোদ বিহারী সাধুর।

সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ তীরের কপিলমুনিতে ১৮৯০ সালের ২০ মে শুক্লাষ্টমী তিথীতে জন্ম গ্রহন করেন তিনি। তার পিতার নাম যাদব চন্দ্র সাধু, মাতা সহচরী দেবী, পিতামহ ভরত চন্দ্র সাধু ও পিতামহীর নাম অমৃতময়ী দেবী। পিতা-মাতার চার ছেলের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

আধুনিক কপিলমুনির স্থপতি বিনোদ বিহারী সাধু তার কর্মজীবনের সঞ্চিত প্রায় সকল অর্থ ব্যয় করেছিলেন মানুষের কল্যাণে ও সমাজ সেবায়। জীবনের প্রতিটি মূহুর্ত ব্যয় করেছিলেন জনপদের মানুষের ভাবনায়। তৎকালীণ ব্রিটিশ সরকার সমাজ সেবার স্বীকৃতি সরুপ তাকে ‘রায় সাহেব’ উপাধীতে ভূষিত করেন।

দক্ষিণ খুলনার অবহেলিত জনপদ কপিলমুনিতে জন্ম নেয়ায় শৈশব থেকেই সাধারণ মানুষের সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে ভাবনা শুরু তার। ছাত্র জীবনে তিনি বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশচন্দ্র ইনষ্টিটিউটে মাত্র ৬ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন। এরপর মাত্র ১৪ বছর বয়সে ব্যবসা জীবন শুরু তার। ব্যবসায়ী পিতার সাহচার্য ও বিজ্ঞানী পি সি রায়ের পরামর্শে ব্যবসায় অল্প দিনেই সফলতা ধরা দেয় তার। কপিলমুনির পাশিাপাশি কোলকাতায় তেলকল, লেদ, সুগার মেশিনসহ বিভিন্ন ব্যবসায় ঈর্শনীয় সাফল্য আসে তার। বিজ্ঞানীর সাহচার্যে অনুপ্রাণিত হয়ে আয়ের অর্থে তিনি এলাকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজ খরচ ও উদ্যোগে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির। পিতামহের নামে ভরত চন্দ্র হাসপাতাল, পিতার নামে যাদব চন্দ্র দাতব্য চিকিৎসালয়, পিতামহীর নামে অমৃতময়ী টেকনিক্যাল স্কুল। পানীয় জলের সংকট মোচনে বাজারের মধ্যভাগে ৬ বিঘা ২ একরের বড় পুকুর, বাজার ব্যবসায়ীসহ জনপদের মানুষের অর্থনৈতিক লেনদেন ও সঞ্চয়ী করতে সিদ্ধেশ্বরী ব্যাংক ও নিজ নামে বিনোদগঞ্জ বাজার প্রতিষ্ঠা করেন। কোলকাতার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মাণে কোলকাতা স্টেট ব্যাংকে অর্থজমা রাখাসহ বহুবিধ জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত করেন।

দানবীরের তিরোধান দিবসে কপিলমুনিবাসী গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের সকল দোকানপাঠ বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। দিবসটি উপলক্ষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কর্তৃপক্ষ সকাল ৯টায় তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় শোক র‌্যালী ও সাড়ে ১০ টায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাসভার আয়োজন করেছে। এছাড়া কপিলমুনি বিনোদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন দিবসটিতে কর্মসূচী পালন করবে।

আধুনিক কপিলমুনির স্থপতি রায় সাহেব বিনোদ বিহারী সাধুর কর্মময় জীবন শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসবে দক্ষিণাঞ্চলের অন্যতম এই সমাজ সেবক সম্পর্কিত না জানা গুরুত্বপূর্ণ অনেক তথ্য, যা জানতে চোখ রাখুন পরবর্তী সংখ্যাগুলোতে। মূলক পত্রিকা গুনীজন বার্তা প্রকাশ করেছে।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...