1. admin@independentbd.news : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত
gaza-321

প্রাণহানি ৪৬ হাজার ছাড়াল


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির হামলায় নতুন ইংরেজি বছরের প্রথম মাসের নয় দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেফ জোন বা নিরাপদ এলাকাও ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসের প্রথম নয় দিনে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ৪৯০ জন নিহত হয়েছেন। এ নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয় জনে। আর আহত বেড়ে হয়েছে এক লাখ ৯ হাজার ৩৭৮ জনে।

উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

gaza-2ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরের জেনেন শরণার্থী শিবিরে ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে, যাদের ‘বন্দী’ বলে অভিহিত করেছেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...