নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ নিরাপদ খাদ্য বিভাগের আয়োজনে পাইকগাছায় (বৃহস্পতিবার) ৯ জানুয়ারী নানা কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপসচিব খাদ্য পরীক্ষাগার নেটওয়ার্ক সমন্বয় বিভাগ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোঃ মিজানুর রহমান।
কর্মসূচীর মধ্যে ছিল, সকাল সাড়ে ৯টায় উপজেলার গদাইপুর কমিনিটি ক্লিনিক পরিদর্শন, সকাল ১০ টায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিনা করা হয়। এতে সভাপতিত্ব করেন, ভারপ্রপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। শেষে অংশগ্রহনকৃতদের মধ্যে কুইজ প্রতিযোগীতা পুরষ্কার বিতরন করা হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যারআচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর বসত বাড়ি উপজেলার রাড়–লীতে (বাড়িতে) গৃহিনীদের নিয়ে খাদ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডলের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।
শেষে উপস্থিতিদের মধ্যে কুইজ প্রতিযোগীতা পুরুষ্কার বিতরন করা হয়।এরপর তারা স্যার পিসিরায়ের বসত ভিটার বিভিন্ন অংশ, মিউজিয়াম, ফুলবাগানসহ ঐতিহাসিক নানা স্থাপনা, স্থাপত্যকর্মসহ সব কিছু ঘুরে ঘুরে দেখেন।