1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

সাত বছর পর মা ও ছেলের দেখা হওয়ায় আনন্দিত সৈয়দপুর জেলা বিএনপি

  • প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত
Tareq-302

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সাত বছর পর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একইসাথে দলটির সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দে উদ্বেলিত হয়োছেন। বুধবার সকালে মা ও ছেলের দেখা হওয়ার সংবাদে গোটা সৈয়দপুরে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়।

এনিয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া জানিয়েছেন। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়াও করেছেন।

সুত্র জানায়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখার পাশাপাশি দীর্ঘ সাত বছর ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারেনি জননন্দিত আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই রােষানল থেকে মুক্তি পেয়েছেন গত ৫ আগস্টের পর। অবশেষে সকল প্রক্রিয়া শেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমীরের পাঠানো বিশেষ বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁর পরিবারের সদস্য ছাড়াও বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎফুল্ল্য ছড়িয়ে পড়ে। এসময় খালেদা জিয়াকে স্বাগত জানান তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। সেখানে পুত্রকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেন মা বেগম খালেদা জিয়া। এসময় অনেকে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এদিকে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়া ও পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়ায় আনন্দিত সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও শাহীন আকতার শাহীন মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া জানিয়েছেন।

তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে পড়ে আমাদের নেত্রী দীর্ঘ সাত বছর উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। দেখা করতে পারেনি তাঁর পুত্র তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। অবশেষে আল্লাহর রহমতে বুধবার তাদের সাথে দেখা হলো। এজন্য আমরা আনন্দিত।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেন, আমরা আশাবাদী বাংলাদেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তারা বলেন,দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর নেতৃত্ব। জনগনের
সকল আশা আকাঙ্ক্ষা পুরণ করতে তাঁর কোন বিকল্প নেই। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে অনেকে নফল রোজা পালন করেছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...