1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

কয়রায় ঘুগরাকাটি বাজারের সরকারি জায়গা দখরলের চেষ্টা

  • প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পঠিত
koyra-308

কয়রা(খুলনা)প্রতিনিধি ::

খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারের সরকারী জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনসাধারণ সরকারী জায়গা দখলের চেষ্টার প্রতিবাদ জানিয়ে তা বাজারের অনুকুলে ফিরিয়ে আনার জন্য খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধবার হাট বসে। এই হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসাীয়রা তাদের পন্য বিক্রি করার জন্য এখানে এসে মালামাল বিক্রি করে ।

বাজারে জায়গা সংকুলুন না হওয়ায় চাননীর পাশে দোকানদারদের বেচাকেনার সুবিধার্তে সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানোর মাধ্যমে জায়গা বৃদ্ধি করা হয়। ঐ জায়গায় কাঁচামাল বেচাকেনা করা হতো। সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের সুবির্ধাতে কাঁচামালের ব্যবসায়ীদের চান্নিতে বসার জায়গা করে দিয়ে ঐ জায়গায় হাটে পন্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির পার্কিং করার ব্যবস্থা গ্রহন করা হয়। ঐ সরকারি জায়গায় গত ৩ জানুয়ারী রাতের আধারে স্থানীয় মফিজুল গংরা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে। এমনকি রাতের আধারে ঘর নিমার্নের চেষ্টা চালাচ্ছে।

তবে এ ব্যাপারে অভিযুক্ত মফিজুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কারা কখন বালু দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে তা আমি জানিনাা। বাজারের জায়গায় ইটের সোলিং এ বালু দিয়ে ঢেকে দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদ ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছেন।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপুর্বকব্যবস্থা গ্রহণন করা হবে।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...