1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদের উপর হামলায় নিন্দা

  • প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত
dumuriya-246

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::


ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর ঘোষপাড়ার অধিকাংশ গরু খামারী ও দুধ উৎপাদকরা দীর্ঘ দিন ধরে কৃত্রিম উপায়ে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে। নকল ও ভেজাল গরুর দুধ বাজারজাত হওয়ায় নানাভাবে তার বিরূপ প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট প্রশাসন এই অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট অপরাধীদের জেল-জরিমানাও করছেন। তারপরও থেমে নেই অসাধু চক্রের ভেজাল ও নকল দুধ ও ক্রিম তৈরির কারবার।

যার ধারাবহিকতায় ডুমুরিয়ার চন্ডিপুর গ্রামের সুবীর ঘোষর বিরুদ্ধে ভেজাল ও নকল দুধ তৈরি সংক্রান্তে পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তালা ও ডুমুরিয়া উপজেলায় কর্মরত দু সংবাদকর্মীর ওপর হামলা চালানো হয়েছে।

ভেজাল দুধ ব্যবসায়ী সুবীর ঘোষ ও তার ভাড়াটিয়া দুর্বৃত্তরা সংবাদকর্মী শেখ আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহর ওপর হামলা চালায়। সে সময় এলাকার মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিক শেখ আব্দুল মজিদ ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক যশোর প্রতিকার প্রতিনিধি এবং আরিফ বিল্লাহ আলা রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং দৈনিক রুপান্তর
প্রতিদিন পত্রিকার প্রতিনিধি।

সাংবাদিক আব্দুল মজিদ জানান, তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়া এবং সিমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের অধিকাংশ দুধ বাবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে।

এনিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় প্রশাসন অভিযান চালিয়ে আবার কখনো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের জেল ও জরিমানা করেন। কিন্তু এরপরও থেমে নেই আদের ভেজাল ও নকল দুধ তৈরির ব্যবসা।

চণ্ডিপুর গ্রামের গরুর ভেজাল ও নকল দুধ তৈরির মাস্টারমাইন্ড হিসেবে চিহ্ণিত সুবীর ঘোষ’র বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে তালার শেখেরহাট বাজারে পেয়ে সুবীর ঘোষের নেতৃত্বে চণ্ডিপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলামসহ ৪/৫ জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত দু’জন সাংবাদিকের পক্ষে আব্দুল মজিদ তালা থানায় প্রাথমিক পর্যায়ে সাধারণ ডায়েরী করেছেন। যার নং- (১১১৯/২৪)। সুবীর ঘোষ এবং সন্ত্রাসী জাহিদুলসহ চিহ্নিত সন্ত্রাসীরা দু’সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ ডুমুরিয়া সকল সাংবাদিকবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...