খুলনা ব্যুরো::
সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে খুলনার ডুমুরিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আগামী পহেলা জানুয়ারি ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রস্ততি সভায় ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহান আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আতাউর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ বিশ্বাস।
সভায় বক্তৃতা করেন, সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি খান আক্তারুজ্জামান সোয়েব,আব্দুর রহমান, জীম ও ফাহিম
এসময় উপস্থিত ছিলেন, রাজু,তাজিম,ওবায়দুল্লাহ তুহিন,ইসলাম,ইব্রাহিম ও নাহিদসহ আরও অনেকে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।