1. admin@independentbd.news : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সাত মাস পর আশাশুনির কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন বিজিবি সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল ট্রাম্প শাসনামলে ভারত কি বাংলাদেশ প্রসঙ্গে প্রভাব খাটাতে পারবে? হামাসের কাছে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দপুরে ১২ শ শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র দিল পৌরসভা পাইকগাছায় অভিযানে ৭ লক্ষাধিক চিংড়ি পোনা জব্দপূর্বক অবমুক্ত কয়রায় ভিডব্লিউবি কর্মসূচীর সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী পালিত কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট বোনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
saidpur-172

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা সভাপতি আব্দুল মোমেন। সৈয়দপুর কারখানা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শাখা সম্পাদক খায়রুল বাশারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কারখানা শাখার কর্মী ওসমান আলী, ওপেন লাইন শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের ওপেন লাইন শাখার সম্পাদক রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, বিআরইএল এর সৈয়দপুর শাখার সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপদেষ্টা শাহজাহান আলী মোল্লা, রেলওয়ে শ্রমিক দল কারখানা শাখার সভাপতি শাহজাহান আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোটের কারখানা শাখার সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য রেলওয়ে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং রেলওয়ের উন্নয়নের জন্য বেশ কিছু দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো, বেতন স্কেলের ১১ থেকে ২০ তম গ্রেডের যে বৈষম্য তা দূর করা রেলওয়ে কারখানাকে সচল রাখতে পর্যাপ্ত লোকবল নিয়োগ ও অর্থ বরাদ্দ দেওয়া, প্রতি ৮ বছর পর পর খালাসী ও ট্রেড এ্যাপ্রেন্টিস পদে পদোন্নতি দেওয়া, রেশন ভাতার পরিবর্তে রেশনিং কার্যক্রম চালু , সকল শ্রমিককে আবাসন সুবিধা দিতে অবৈধ দখলে থাকা কোয়ার্টার ও বাংলো উদ্ধার করা এবং রেলওয়ে হাসপাতালকে কার্যকর করার জন্য এম্বুলেন্স বরাদ্দ দেওয়া।

সম্মেলনে বিআরইএল সৈয়দপুর কারখানার ৩১ সদস্য ও ওপেন লাইন শাখার ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে কারখানা শাখার সভাপতি হয়েছেন হাফিজুর রহমান, সম্পাদক খায়রুল বাশার এবং ওপেন লাইন শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক শামিম হোসেন।

অনুষ্ঠানে সৈয়দপুর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’র (সৈসাস) শিল্পীরা ইসলামি, আঞ্চলিক ও দেশাত্মবোধক সঙ্গীত এবং নাটিকা পরিবেশন করেন।

উল্লেখ্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত এই রেলওয়ে শ্রমিক সংগঠনটি ইসলামি শ্রমনীতির আলোকে পরিচালিত হয়ে শ্রমিক অঙ্গনে অধিকার আদায়ের জন্য কাজ করে। সেই সাথে শ্রমিকদের একজন খোদাভীরু মুসলিম তথা নীতিবান দায়িত্বশীল মানুষ নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে উৎসাহিত করাসহ সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় নিবেদিত হওয়ার প্রেরণা জোগায়।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...