নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে দুই শত শীতার্ত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, ইউপি,সদস্য রেজাউল করিম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর নাদিয়া আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দুই শত শীর্তার্ত দুস্থ পরিবারের সদস্যদের হাতে মাঝে নতুন কম্বল তুলে দেয়া হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নয়াপাড়া শীতার্ত দুস্থ পরিবারের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে বিতরণের জন্য মাত্র আড়াই শত কম্বল বরাদ্দ মিলেছে। তা প্রয়োজনের একেবারে তুলনায় অপ্রতুল। বরাদ্দকৃত স্বল্প পরিমাণ শীতবস্ত্র বিতরণে তাদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে।