1. admin@independentbd.news : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত বিএনপির চেয়ে এক এগারোর ভয়াবহ পরিণতি বেশি কেউ ভোগ করেনি: মঞ্জু যশোরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে-এ্যাড. আবুল বাশার

  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত
saidpur-128
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতে জনগনের সামনে উপস্থাপিত ৩১ দফা জনগনের কাছে তুলে ধরার আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল বাশার আকন্দ বলেছেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন দেশের প্রাণ ও হলো কৃষক ভাইয়েরা। কারণ তারা ফসল ফলান বলে আমরা খেতে পাই, তাদের কারণে অর্থনীতির চাকা সচল থাকে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদলের প্রতিটি নেতাকর্মীকে তাদের পাশে থাকতে হবে। তাদের সকল সমস্যা সমাধানে কাজ করতে হবে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় আগামি দিনে একটি আধুনিক, উন্নত কৃষি ও কৃষকবান্ধব বাংলাদেশ নির্মাণে সারাদেশের মতো সৈয়দপুরেও ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের চওড়া বাজারের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাঠে ওই কৃষক সমাবেশ,অনুষ্ঠিত হয়।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. গোলাম রাব্বানী মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবীদ পারভীন আক্তার, জেলা বিএনপির অন্যতম নেতা ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আনিসুল হক চৌধুরী, বিএনপি নেতা কাজী একরামুল হক, জেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া।

জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো. সাদেদুজ্জামান দিনারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মমিনুর রহমান সরকার নয়ন, উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল বাশার আকন্দ আরও বলেন, আওয়ামী লীগ ১৬ বছরে দেশের ১২ টা বাজিয়ে দিয়েছিল। তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। কৃষি পণ্যের দাম বাড়িয়ে কৃষকের কোমড় ভেঙে দিয়েছিল স্বৈরশাসক আওয়ামী লীগ।

তিনি বলেন কৃষকরা যাতে তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য দাম পায় সে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন এরই ধারাবাহিকতায় আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগনের সামনে রাষ্ট্রকাঠামো মেরামতে যে ৩১ দফা উপস্থাপন করেছেন তা একেবাবে সময়োপযোগী। ওই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের চিত্রই পাল্টে যাবে। বিশেষ করে ওই ৩১ দফায় কৃষকদের কষ্টার্জিত উৎপাদিত খাদ্য পণ্যের ন্যায্য দাম তাদের ঘাম শুকানোর আগেই দিতে বলা হয়েছে। সমাবেশে অন্যান্য বক্তারা, কৃষকদের অধিকার, কৃষি ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারি সহায়তা নিশ্চিতের আহবান জানান।

তারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর অধিকার আদায়ে বিনামূল্যে সরকারি বীজ সহায়তা দেওয়া সহ সার, বীজ ও অন্যান্য উপকরণের ন্যায্য মূল্য নির্ধারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

কৃষক সমাবেশে বিএনপি, কৃষকদল,ছাত্রদল,যুবদলসহ বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
একই দিন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য কৃষিবদ পারভীন আক্তার।

উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় অব্যাহত রয়েছে কৃষক সমাবেশ

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...