খেলাধুলা না থাকলে যুবসমাজ থাকে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়া প্রেমি মানুষ। আরাফাত রহমান ছিলেন দেশের অন্যতম ক্রীড়া সংগঠক। জিয়া পরিবার সব সময় এদেশের ক্রীড়া ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। শেখ ইমাম উদ্দিন স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে ডাঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে ৮ দলীয় টুর্নামেন্টের যশোর বনাম খুলনার বয়রার মধ্যকার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ এমবিবিএস।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোড়ল শাহাদাত হোসেন ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
পাইকগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম সভাপতি, হরিঢালী ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ ইমামুল ইসলাম। এছাড়া পাইকগাছা উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।