1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

জাকের-রিশাদে ভর করে ক্যারিবীয়দের ধবলধোলাই টাইগারদের

  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত
bd-cricket-126

দুর্দান্ত ব্যাটিং-বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচও জিতে নিল বাংলাদেশ। ৮০ রানের এই জয়ে ক্রিস গেইলের উত্তরসূরিরা প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হলো টাইগারদের কাছে।

শুক্রবার সকালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলতে নামে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে জাকের আলিরা। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এরপরই মেহেদী হাসান মিরাজ জুটি গড়েন জাকের আলি অনিকের সঙ্গে। তাদের ৩৭ রানের জুটিটি ভাঙে দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর। ২৩ বলে ২৯ রান করে আউট হন মেহেদী। তখনও দেখেশুনেই খেলতে থাকেন জাকের আলি। পরে তানজিম হাসান সাকিব এসে সঙ্গ দেন জাকেরকে। ১২ বলে ১ চার ও ছক্কায় ১৭ রান করে আউট হন তানজিম। ২০তম ওভারে ঝড় তোলেন জাকের। টানা তিন ছক্কায় তোলেন ২৫ রান। ৪২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের। বাংলাদেশ পায় ১৮৯ রানের সংগ্রহ।

রান তাড়ায় নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হন ব্রেন্ডন কিং। পরের ওভারে মাহেদী হাসানের বলে ক্যাচ দিয়ে ফিরেন জাস্টিন। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ছয় ওভারে ৪৫ রান তুলতে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারায় উইন্ডিজ। নিয়মিত বিরতিতে আউট হন রভম্যান পাওয়েল, গুড়াকেশ মোতিরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রান করে আউট হন রোমারিও শেফার্ড।

বাংলাদেশের পক্ষে তিন উইকেট শিকার করেন রিশাদ হোসাইন। তাসকিন ও মেহেদী হাসান নেন দুই উইকেট করে। আর তানজিম সাকিব ও হাসান মাহমুদ পান একটি করে উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট শিকার করে রোমারিও শেফার্ড। জোসেফ, চেজ আর মতি নেন একটি করে উইকেট।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...