1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় বিএনপি’র বিজয় দিবস পালন

  • প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত
92
সৈয়দপুর (নীলফামারী) :

সারাদেশের ন্যায় সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। দীর্ঘ ১৬ বছর পর কোন প্রকার বাঁধা ও হয়রানি ছাড়াই দলটি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে নানা কর্মসূচির মাধ্যদিয়ে।

এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী সহকারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সকাল ১০ দলীয় কার্যালয়ে দিবসের আলোচনা সভা, দিনব্যাপী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার ও দোয়া মাহফিল।
শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে দিবসের তাৎপর্য তুলে ধরে  মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী,  সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহিন আকতার শাহীন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান,  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান,  বিএনপির অন্যতম নেতা সৈয়দপুর কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, জিয়াউল হক জিয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, যুবদলের আহবায়ক তারিক আজিজ, ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন,  কৃষক দলের সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার, মহিলা দলের সাধারন সম্পাদক রুপা খাতুন প্রমুখ।
এরআগে  বিএনপি, যুবদল,ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবি দল, জাসাস, জিয়া মঞ্চ, জিয়া পরিষদের সর্বস্তরের নেতাকর্মী আজকের এইদিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, বাংলার মাটিতে স্বৈরাচারের ঠাঁই নাই সহ নানা শ্লোগানে মুখরিত করে র‍্যালী সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে যায়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বিএনপি ছাড়াও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরআগে কোন দিবস পালন করতে গেলেই পুলিশী বাঁধার সম্মুখীন হতো দলটির নেতাকর্মীরা। ফলে দলীয় কার্যালয়ের অভ্যন্তরেই পালন করা হতো দলের কর্মসূচি। তবে এবার সেটি হয়নি। অথচ যে দলের কারণে নানা কর্মসূচিতে বাঁধা দেওয়া হতো, এবার সে দলেরই কাউকে দেখা যায়নি বিজয় দিবস পালন করতে। এমনটাই জানান বিএনপির নেতৃবৃন্দরা।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...