এক দফা, এক দাবি জাতীয়করণের দাবিতে খুলনার পাইকগাছায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী উন্নয়ন সমিতির কমিটি গঠিত হয়েছে। রবিবার বিকেলে সংগঠনের কাশিমনগস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এর কমিটি গঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সভাপতি, শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও কে, আর, আর, মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মো: মোজাফ্ফর রহমানকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, মো: রিয়াজুল ইসলাম, খান জিনারুল ইসলাম, গনেশ চন্দ্র সরকার প্রমূখ।
এর আগে শেখ আব্দুর রহমান সংগটনের প্রতিষ্টা ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন। যার মধ্যে শেখ আব্দুর রহমান প্রধান উপদেষ্টা, মো: শহীদুল ইসলামকে শিক্ষা উপদেষ্টা ও সুকৃতি মোহন বিশ্বাসকে আইন উপদেষ্টা ঘোষণা করা হয়। সর্বশেষ রবিবার সংগঠনের পূণাঙ্গ কমিটি গঠিত হয়।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান বলেন, সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য একদফা এক দাবি- জাতীঢকরণ, জাতীয়করণ ও জাতীয়করণ। তিনি আরোও বলেন, আগামীতে পর্যায়ক্রমে নারা দেশব্যাপী প্রতিটি উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক- কর্মচারী উন্নয়ন কমিটির শাখা গঠিত হবে।