পাইকগাছা প্রতিনিধি ::
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পাইকগাছায় শিবসা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেট জাল ও চিংড়ি পোনা জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার সোলদানা, মোজামনগর থেকে গড়ইখালী পর্যন্ত নৌপথে অভিযান পরিচালনা করে ৬ টি নেট বাঁধা জাল ও লক্ষাধিক চিংড়ি পিএল জব্দ করে নদীতে অবমুক্ত করা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে নৌ ফাঁড়ি পুলিশের এস আই শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দকৃত নেট বাঁধা জাল আগুনে পোড়ায়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে। আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।