1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

সৈয়দপুরে ৫ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র দিল ওব্যাট

  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত
saidpur-72

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


তীব্র শীতে কাতর ৫ শতাধিক অসহায় ও গরীব নারী পুরুষের মাঝে কম্বল তুলে দিল বেসরকারি সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাঁদনগরে সংগঠনটির কার্যালয় চত্বরে কানাডা ভিত্তিক উন্নয়নমূলক সংস্থা ওব্যাটের অর্থায়নে ওইসব শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও আমিরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক আকবর আলী খান, প্রান্তিক উন্নয়ন সোসাইটি’র এলাকা সমন্বয়কারী ইরফান আজম, ইনচার্জ জামিল হাসান ও খুরশিদ আলম, হিসাবরক্ষক মেরাজ আলম প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে মেহেজিস ফরিদের সঞ্চালনায় অতিথিরা বলেন, ওব্যাট যেভাবে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তারা ওব্যাটের মহতি এসব কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শীতবস্ত্র নিতে আসা শহরের গোলাহাটস্থ ৩ নং ক্যাম্পের বাসিন্দা জুবেদা বেওয়া (৭৬) ও গার্ডপাড়া এলাকার মো. সালাম (৫২) তীব্র শীতে তাদের মতো অসহায়দের পাশে দাড়ানোর জন্য ওব্যাটের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতো অনেকে বলেন, শীতবস্ত্র পেয়ে কিছুটা হলেও তারা শীতের কষ্ট থেকে রেহাই পাবেন।

জানতে চাইলে প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী ইরফান আজম বলেন, কানাডার অর্থায়নে সেবামূলক উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুর ছাড়াও বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে।

এছাড়া অসহায় ও দুস্থদের জন্য সহায়তামূলক নানামুখী কর্মসূচি পালন করছে। তিনি বলেন,নতুন করে মাত্র ২০ টাকা টোকেনে ডেন্টাল চিকিৎসা এবং কোরআন শিক্ষা প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সামজিক সচেতনতামূলক নানা কাজ করছে সংস্থাটি।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...