1. admin@independentbd.news : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবি সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল ট্রাম্প শাসনামলে ভারত কি বাংলাদেশ প্রসঙ্গে প্রভাব খাটাতে পারবে? হামাসের কাছে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দপুরে ১২ শ শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র দিল পৌরসভা পাইকগাছায় অভিযানে ৭ লক্ষাধিক চিংড়ি পোনা জব্দপূর্বক অবমুক্ত কয়রায় ভিডব্লিউবি কর্মসূচীর সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী পালিত কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট বোনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হত্যা মামলার পুনঃতদন্ত ও দোষীদের গ্রেফতার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত
munsigang-15
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ( দুপ্রক) যৌথভাবে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদল।

সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, দুপ্রক সদস্য মাজহার আনোয়ার শামীম, হোসনে আরা লিপি, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিলকিছ বানু প্রমুখ।

এর আগে সকালে দিবসের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী। এরপর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধন ও আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সকল সদস্যবৃন্দ, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...