ঢাকায় ট্রাকের ধাক্কায় সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া এলাকার মিঠু হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পারিবারিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্র জানায়, গতকাল রবিবার (৮ ডিসেম্বর) সকালের দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্কের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সূত্র জানায়, লাইফ সাপোর্টে আনুমানিক ২৪ ঘন্টার পর আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন) ।
জানাযায়, মিঠু হাওলাদার চাকুরীর সুবাদে ঢাকার নারায়সগঞ্জে বসবাস করতেন।