মুন্সীগঞ্জ প্রতিনিধি:
রিফা (২৬) মতলব উত্তরের বাসিন্ধা ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের
মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে কিবরিয়া বাহিনী ও নৌ-পুলিশের গুলিতে রিফা (২৬) ও রাসেল ফকির নামে দু’ ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন মেঘনা নদীর চর আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিফা (২৬) মতলব উত্তর এলাকার বাসিন্দা ও অপর জন রাসেল ফকির মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের বাসিন্দা আলম ফকিরের ছেলে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আইয়ুব আলী মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর কিবরিয়া মিজি বাহিনীর সদস্যরা মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে স্থানীয়রা সাধারণরা সম্মিলিতভাবে তাদের একাধিকবার নিষেধ করেও কোনো প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে গেলে কিবরিয়া মিজি বাহিনীর সদস্য সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে পেছন থেকে গুলি শুরু করে। এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌছানোর আগেই দুইজনের মৃত্যু হয়। অপর জন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, লোকমুখে শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালু উত্তোলন নিয়ে দ্বন্বের জেরে গুলিবিদ্ধ হয়ে রিফাত ও রাসেল নামে দুইজনের মৃত্যু হয়েছ। অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে আস্বস্ত করেছেন এ কর্মকর্তা।
এই বিভাগের আরও খবর...