নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি- বার্ষিক সম্মেলনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন সভাপতি মনোনীত ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্য্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারী) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক এবং কাব শিক্ষকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা স্কাউটস কাউন্সিল এর কমিটি গঠন করেন।
সম্মেলনে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদারকে পরাজিত করে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ১৪৯ ভোট পেয়ে সম্পাদক, প্রধান শিক্ষক অনুপ কুমার সরকারকে পরাজিত করে কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান ১৪৭ ভোট পেয়ে কমিশনার, ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ, এবং রবিউল ইসলামকে পরাজিত করে পূর্ব কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম গাজী যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।