নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার লস্করের খড়িয়া লেবুবুনিয়ার সাবেক মহিলা ইউপি সদস্য সুচিত্রা রাণীর বাড়িতে চেতনানাশক ব্যবহার করে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে সুচিত্রা রাণীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা চেতনানাশক ব্যবহার করে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ইউপি সদস্যের স্বামী রমেন্দ্র নাথ ঢালী।
মামলার বাদী রমেন্দ্র নাথ বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক ১২ টার দিকে তিনি বাড়ির পাশে যজ্ঞানুষ্ঠান থেকে বাড়ি ফিরে দেখেন বাড়ির পূর্ব পাশের গস্খীলটি কাটা। এসময় তার স্ত্রী সুচিত্রা রাণী অপর একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এরপর ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারি এবং সোকেস ভাঙ্গা এবং বিভিন্ন মালামাল এলোমেলো ভাবে ছড়ানো।
তিনি জানান, দুর্বৃত্তরা চেতনানাশক ব্যবহার করে ১৩টি স্বর্নলংকার ও নগদ ৮০ হাজার টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় রমেন্দ্র নাথ ঢালী বাদি হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।