নিজস্ব প্রতিবেদক ::
বৃহস্পতিবার দুপুরে জনপ্রিয় অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম এর পক্ষ থেকে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম শামীমকে শুভেচ্ছা উপহার হিসেবে দীপ্তনিউজের লোগো সমৃদ্ধ মগ উপহার তুলে দেওয়া হয়।
৩০ জানুয়ারী দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা উপহার তুলে দেন দীপ্ত নিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাদীর শাহ্, সহ-সম্পাদক এইচ,এম শফিউল ইসলামসহ অন্যান্যরা।