1. admin@independentbd.news : admin :
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত কয়রায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন দেবহাটায় বাগদা চিংড়ি ভাগ্য ফেরালো আনারুলের কয়রায় সয়াপ্রোটিন বিস্কুট বিতরন কার্ডক্রমের উপর মত বিনিময় সভা সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় বিএনপি নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা ক্যান্সারের ভ্যাকসিন মিলবে ৬ মাসের মধ্যে ছাত্রদলকে শিবির সভাপতির কড়া বার্তা গাজায় আরও ৬ লাশ উদ্ধার, রাফায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা

  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত
lebanon-470

আন্তর্জাতিক ডেস্ক::


যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ২৪ জন আহত হয়েছেন। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিনো হয়েছে বলে দাবি করছে ইসরায়েল।

বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনে হামলা চালিয়েছে।

নাবাতিহের ওপর হওয়া এই দুটি হামলার তীব্র নিন্দা এবং এগুলোকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি এ বিষয়ে মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সঙ্গেও কথা বলেছেন। তিনি এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিযুক্ত কমিটির সভাপতিত্ব করছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিহে আল-ফাওকার আল-রাওদাত স্কুলের কাছে রাস্তায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় পার্ক করা গাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাতে লেবাননে প্রায় চার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। পরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল-হিজবুল্লাহর ১৪ মাস ধরে চলা সংঘাতের অবসানে ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তি সই হয়।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...