সিলেট প্রতিনিধি ::
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এদেশের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন দীর্ঘ সতেরোটি বছর রাজপথে লড়াই করে জুলুম-নির্যাতন, গুম-খুন, হামলা-মামলা ভোগ করে যারা রাজপথে টিকে আছেন, তাদেরকে অবজ্ঞা করে ‘২৪-এর গণ বিপ্লবের দোহাই দিয়ে গত সতেরো বছরের জুলুম নির্যাতনের ইতিহাসকে বাদ দেওয়ার যে দূর্বিসন্ধীমূলক অপতৎপরতা চলছে, এটি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
ছাত্র-জনতার গণবিপ্লবে আন্দোলনকারী দেশের সকল রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ছিল, কিন্তু কিছু ব্যক্তিবিশেষের বক্তব্য দুঃখজনক। সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার যে দূর্বিসন্ধীমূলক তৎপরতাকে আমরা কখনো মেনে নেব না।
সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন, সেটা পূর্ণ করবে নির্বাচিত সরকার। তাই অবিলম্বে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরী করুন।
আজ ২৯শে জানুয়ারি (বুধবার) বিকাল ০৩টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কদমতলিস্থ একটি অভিজাত রেষ্টুরেন্ট মারহাবা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দারুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আবু মুহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, মুফতি কামাল উদ্দিন, রইছ উদ্দিন, তৈয়বুর রহমান ও খলিলুল্লাহ মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি।